আমার একটা যত্ন করা যন্ত্রণা যে আছে
তাকে, লালন পালন করতে যে হয় মন খারাপের কাছে।
উড়িয়ে আঁচল পলাশ বনে কোকিল যেমন গায়
চাওয়া পাওয়া সকল আমার তোমার পানে ধায়।
কখন কাঁদে হাসে কখন, মন কিছু ই নাহি বোঝে
আঁধার রাতে উষার আলোয় তোমায় শুধু খোঁজে।
আকুল ব্যাকুল দখিনা বাতাস মিষ্টি স্বরে বলে
“এই মেয়েটা,যাস রে কোথা মন হারানোর ছলে।”
কৃষ্ণচূড়া রং মেলেছে ফাগের তালে তালে
সেই মধুতে পাগল মধুপ ভুল করে পথ চলে।
রূপের টানে পলাশ বনে ভ্রমর হারায় পথ
ভাবছে বুঝি বসন্তে আজ পুরিবে মনোরথ ।
অলস দুপুর শীতল জলে শান্ত মরাল ভাসে
লেবু ফুলের গন্ধ মেখে বাতাস ভেসে আসে।
চাঁদের আলো আসবে কবে এই ভেবে দিন যায়
মনের খারাপের যন্ত্রণাতে মন যে আকুল হায়…
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার সাথে থাকুন