প্রতিদিন, প্রতিমুহূর্তে অভিনয় করে চলেছি,
ভুলে থাকার অভিনয়।
সত্যি কি ভুলে থাকা যায়!
প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক করতে লাগল,
কিন্তু কে দেবে উত্তর!
তাই শ্রাবনের কাছে জানতে চাইলাম।
“শ্রাবণ, তুমি তো বৃষ্টিকে এত ভালবাস,
তবু কি করে থাকো তুমি বৃষ্টিকে ভুলে!”
শ্রাবণ বলল, “তোমাকে কে বলল,
আমি বৃষ্টিকে ভুলে ছিলাম!
যার বাস হৃদয়ে তাকে কি ভুলে থাকা যায়!
ওটা ছিল ভুলে থাকার অভিনয়।”
ঐ একই প্রশ্ন বৃষ্টিকে করলাম,
বৃষ্টি খানিক হেসেই খুন।
“বলে কি বোকা তুমি,”
আমি আবার প্রশ্ন করলাম,সত্যিই কি
তোমার অভিমান হয় না শ্রাবণের ওপর।
বৃষ্টি বলল,” অভিমান!সে তো ভালবাসারই অঙ্গ।
দেখছ না, শ্রাবণকে পেয়ে আমার অভিমান
কেমন ঝড়ে পড়ছে পৃথিবীর বুকে।”
শ্রাবণ ছাড়া বৃষ্টি যেমন অপূর্ণ তেমনি বৃষ্টি ছাড়াও
যে শ্রাবণ অপূর্ণ।
তাই আমরা এক বছর ধরে ভুলে থাকার অভিনয় করেছি,আর
আর করেছি অপেক্ষা।
অনবদ্য লেখনী শ্রদ্ধেয়, লেখনী পাঠ করে অনুপ্রেরিত ও আনন্দিত শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা ও অভিনন্দন নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️??