ভাষার নাম বাংলা
দেশের নামটাও বাংলা
কিন্তু এর ছিল না মান
ভাষা আন্দোলন হল যখন।
সরকারি ভাষা বাংলার দাবিতে
রাজপথ ভরলো মানুষের শোণিতে।
অবশেষে পেল সে জয়
বাহান্ন সাল তারে কয়।
সিয়ের লিওন নামে দেশ এক
আছে আফ্রিকা মহাদেশ,
বাংলাকে দিল স্বীকৃতি
সরকারি ভাষার পেল পরিচিতি।
দ্বিতীয় মধূর ভাষার কথা
বললো আন্তর্জাতিক সংস্থা।
তবুও বাংলা লুপ্তপ্রায়
তাতে বাংলাভাষীর দায়।
কোন দেশই বলে না কথা
মাতৃভাষা ছেড়ে,
ব্যাতিক্রম বাংলাভাষা
নিজেকে ছেড়ে ভাবে অন্যের কথা।।