আকাশের বুকে কালো মেঘে, কালবৈশাখী আসুক ধেয়ে।
তপ্ত মাটির বুক হোক শীতল।
তোমার ভুল ভাবনাগুলো,
লন্ডভন্ড হয়ে শুধরে যাক।
পড়বে তোমার মনে,
মনের গভীর অরন্যে
নীরবে, নয়তো চিৎকারে,
কিংবা আনমনে বলছো,
ভালোবাসা পেয়েছি অনেক।
তোর মতোন হৃদয় নিংড়ে
আমায় কেউ ভালোবাসে নি।
আকাশের বুকে কালো মেঘে, কালবৈশাখী আসুক ধেয়ে।
তপ্ত মাটির বুক হোক শীতল।
তোমার ভুল ভাবনাগুলো,
লন্ডভন্ড হয়ে শুধরে যাক।
পড়বে তোমার মনে,
মনের গভীর অরন্যে
নীরবে, নয়তো চিৎকারে,
কিংবা আনমনে বলছো,
ভালোবাসা পেয়েছি অনেক।
তোর মতোন হৃদয় নিংড়ে
আমায় কেউ ভালোবাসে নি।