জীবনহাটে পসরা সাজিয়ে কত কে এলো
আবার চলেও গেল তীক্ষ চোখের বাঁকা ভুরুর তীক্ষ্ণ দৃষ্টি । আমার মনঅঙ্গনে প্রদীপের আলো –
কোন সন্ধ্যাই দেখলো না।
শুধু শ্বাসে-দীর্ঘশ্বাসে নিষ্কাম আগুন জ্বলিয়েছি হাড়ে,
যৌবন বিদায় নিয়েছে অনেক আগে ,
ধরে আছি নিস্ফলতার নিস্তেজ কাঠামো।
আমার সাধের একমুখো এ মূল্যহীন পাখসাটে –
একাকী সকল স্বপ্ন-প্রত্যাশা পুড়িয়ে চলেছি সংগোপনে।
উদম সময়ের খোলা মাঠে – বুকে জ্বেলেছি চিতা
বৃথাই জাগাই খামখেয়ালির পুনর্জাগরণ।
সংকটের গভীর রাতে দুঃসহ অন্ধকারে-
চৌপর নিষ্ঠুর দিন অফুরন্ত জলকেলি রত,
ডুবে থাকে বাঁকা চোখে আধশোয়া নষ্ট দুপুর।