খুন হয়ে গেছি অনেক আগেই…
লুণ্ঠিত-ধর্ষীত হয়েছি বহুবার তোমাদের আচারে-ব্যবহারে,
হিংস্র পাশবিক নির্যাতনে, আবার কখনও লোলুপ দৃষ্টিতে।
আর দেখেছি কেমন করে তোমাদের লালায়িত জিহ্বা
টেবিলে রাখা শ্যাম্পেনের মায়াবী নেশায়
লক্ লক্ করে উঠে, কেমন করে টলমল পায়ে উন্মত্ত ষাঁড়ের মতো এক নিমেষেই লন্ড-ভন্ড করে দিতে চাও ধর্ম কিম্বা জাত,
আর স্বাধীনতার বিজয় পতাকা তো কবেই বিবস্ত্র চিত্রাঙ্গদা হয়ে রাজপথের অন্ধ গলিতে ঠাঁই নিয়েছে তোমাদেরই অসুস্থ মানসিকতার পরিচায়ক হয়ে।
তবুও…
আবারও এক ইতিহাস গড়ে উঠুক…
যার প্রতিটি অধ্যায় জুড়ে লেখা থাকুক
এক বিষাক্ত রক্তক্ষয়ী সংগ্রামের ইতিকথা,
এক প্রলয় আসুক নেমে যার, রক্তাক্ত বক্ষ চিরে
বেরিয়ে আসুক আমাদের প্রাণপ্রিয় নিষ্কলুষ নির্লোভ ভারতবর্ষ।
শুনছো গণতন্ত্র….
আবারও একবার আমাদের সম্পর্ক জ্বলে উঠুক
সকল হরতাল, যানজট , অনশন শেষে
পৃথিবীকে ভালোবেসে, এক নির্ভেজাল গণতন্ত্রের সঙ্গী হতে, এক নির্বিবাদ ভারতবর্ষ নব-নির্মানের অঙ্গীকার নিয়ে।