চুপকথা যে মুখর আজি
প্রেমের পরশ পেয়ে,
চাঁদনি রাতের জ্যোৎস্না মেখে
প্রেমের গীতি গেয়ে ।
দুজনাতে ভাসব প্রেমে
অমর হয়ে রবো,
নীলের আকাশ সাক্ষী থেকো
অমর কথা কবো।
ঝড় ঝঞ্ঝাতে অটুট রবো
বাঁধন হবে শক্ত,
তাসের ঘরে থাকবো নাকো
আমরা প্রেমের ভক্ত।
হাতের পরে হাতটি রেখে
অঙ্গীকারে বাঁধা,
সাতটি জন্ম কাটবে দোঁহে
বেহাগ রাগে সাধা।
বৃদ্ধ হবো রইবো সাথে
পিছন ফিরে দেখা,
ভুল অ-ভুলের সংশোধনে
জীবন থেকে শেখা।