সপাসপ বেত্রাঘাত
মস্তিষ্কের ধমনী বিস্ফোরণ
চাপ-চাপ রক্ত
শরীরের ডানদিকে পক্ষাঘাত।
লাশকাটা ঘরে এক বেওয়ারিশ লাশ
পায়ের বুড়ো আঙুলে ট্যাগ।
গভীর আগ্রহে ময়নাতদন্তের অপেক্ষায়!
সাদা জ্যাকেটে ডাক্তারবাবুর নির্দেশে
‘মেথর’ ভাইটাল অর্গানে স্কালপেল চালায়।
কিন্তু মৃত্যুর কারণ অজ্ঞাত, নেই কোনো ছাপ।
মুচকি মুচকি হাসি,
মৃত্যুর কারণ জানি আমি, আর জানে ঘাতক।
তীক্ষ্ণ শরের আঘাতে আমি জর্জরিত
শুয়ে আছি কুরুক্ষেত্র রণাঙ্গনে ইচ্ছামৃতুর প্রত্যাশায়!
তিলে তিলে মেরেছ আমায় কদর্য ভাষায়,
দাওনি প্রাপ্য সম্মান, নিষ্পেষিত করেছ ক্ষণে ক্ষণে,
ঠেলে দিয়েছ খাদের কিনারায়।
করেছ স্বেচ্ছাচার ধর্ষণ, গর্ভাশয়ে অযাচিত ভ্রুন স্থাপন।
জীবদ্দশায় আমি এক বেওয়ারিশী লাশ
বাহ্য ত্বকে নেই উৎপীড়ন চিন্হ
অন্তরে নিরন্তর রক্ত ক্ষরণ
দুর্গন্ধময় দগদগে ঘা!