দলা পাকানো কষ্টগুলোকে,
যতবার ম্যাজিশিয়ানের ছু:মন্তরে,
তেপান্তরের মাঠ পেরিয়ে পগার পার করে আসি, অদ্ভুতভাবে দেখি সেগুলোর আবার প্রত্যাবর্তন!
এরপর বহুবার নিকানো মেঝেতে বসে,
মাটির কলসি থেকে ঠান্ডা জল গড়িয়ে,
পাকস্থলীতে চালান করে পরম তৃপ্তিতে বলেছি, আহ অপূর্ব,তৃষ্ণা নিবারণে নিদারুণ শান্তি।
পরক্ষণেই আকাশজুড়ে কালো মেঘ!
তবু ওসবে ভ্রুক্ষেপ করি না কখনো।
যা কিছু অশুভ অধ্যায় মুছে ভাব জমানোর তাগিদে তোমার আগমনে শুধু বোকা বনেছি।
কদিনের সাহচার্যে আবার ভেঙেছে ভুল,
উত্তাল সাইক্লোন ঝড়ের পূর্বাভাস,দাপট!
বদলে যাওয়া তুমির আঘাতে ছিন্নভিন্ন ভাবনারা!
“দেখ ক্যামন লাগে,এভাবেই শেষ করে দেবো”
কি করে বলতে পারে মানুষ উত্তর খুঁজে ব্যর্থ !তাবলে এতখানি হিংস্রতার লাভা নির্গমন!
রাত বাড়ে,ব্লটিং পেপার হাতে মনের মধ্যে জমা টক্সিনগুলো সাফ করতে সৃষ্টিশীলতায় মগ্ন হই,
কানে আসে অবিরাম বিষাক্ত নিশ্বাসের শব্দ।