একটা গল্প ফুরিয়ে যাবার আগে
জীবন কাহিনী নতুন ভাবে যে জাগে।
সুনাম বজায় রাখতে চেষ্টা ধরে
কীর্তি কলাপ সৃষ্টি অমর করে।
পরিশ্রমের বিকল্প নাহি মানে
উদয় অস্ত কর্ম রাখতে জানে।
সঞ্চয় করে খ্যাতি পরিচয় বহু
কষ্টের ফল ঘর্ম স্বেদের লহু।
একটা গল্প জীবন কাহিনী জুড়ে
ভালোবাসা এলো প্রেমের স্বপ্নে মুড়ে ।
সুন্দরী বধূ পেলাম বিশেষ রূপে
ভরা যৌবন নৌকা ভাসাই চুপে।
একটা গল্প ফুরিয়ে যাবার আগে
অন্য গল্প সবার আগেই জাগে।
সন্তান নিয়ে ভাসালাম তরী বেগে
অপূর্ব সুখ কাটাই রাত্রি জেগে।
ক্রন্দন প্রিয় সন্তান মোর রাতে
বিনিদ্র রাত ঘুমাই কেবল প্রাতে।
সত্য গল্প সুখের মাঝেই থাকি
বিশ্বাস ধরো বাঁচার গল্প রাখি।