বিজন বিপিনে বাজিছে বেণু
বিলাপে বাগিচায় বিহঙ্গ বুলবুল-
বাতায়নে বসি’ বিনোদিনী
বঁধুয়ার বিরহে ব্যাকুল ।
বিলোল বাতাসে বঁধুর বারতা
বকুল বেলীতে বিচিত্র বিতান-
বিরহিণীর বিধূত বুকে
বিঁধিছে বসন্তসখার বাণ ।
[ শব্দার্থঃ- বিলোল-চঞ্চল, বিধূত-কম্পিত, বসন্তসখা-কামদেব ]