আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
পৃথ্বী ঢাকে তমসার বেড়াজালে,
আসছে বুঝি দুরন্ত কালবৈশাখী
বজ্রনাদ চলছে সমান তালে।
ভীষণ ত্রাসে প্রকৃতি থমথম
ঝঞ্ঝা বুঝি আছড়ে পড়বে এবার,
সচকিত বৃক্ষ পক্ষীকুল
বিভীষিকা ছায় দিগন্ত পার।
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
পৃথ্বী ঢাকে তমসার বেড়াজালে,
আসছে বুঝি দুরন্ত কালবৈশাখী
বজ্রনাদ চলছে সমান তালে।
ভীষণ ত্রাসে প্রকৃতি থমথম
ঝঞ্ঝা বুঝি আছড়ে পড়বে এবার,
সচকিত বৃক্ষ পক্ষীকুল
বিভীষিকা ছায় দিগন্ত পার।