বাড়িটি আকাশে ফুটে আছে।
ছাদে ওই বালকবালিকা
নীচে দড়ি ফেলে ধরছে খেয়ানৌকো চাঁদ।
ক্রমশ গুটিয়ে তুলছে মেঘ থেকে আরো ঊর্ধ্বাকাশে
যা–ওদের কাছে যাবি? বিদ্যুতের মতো নীল কাছে?
বাড়িটি আকাশে ফুটে আছে।
ছাদে ওই বালকবালিকা
নীচে দড়ি ফেলে ধরছে খেয়ানৌকো চাঁদ।
ক্রমশ গুটিয়ে তুলছে মেঘ থেকে আরো ঊর্ধ্বাকাশে
যা–ওদের কাছে যাবি? বিদ্যুতের মতো নীল কাছে?
অডিও হিসাবে শুনুন হে অশ্ব, তোমার মুণ্ডটেবিলে স্থাপিত। রাত্রিবেলাহাঁ করা…
অডিও হিসাবে শুনুন হৃদপিণ্ড–এক ঢিবি মাটিতার উপরে আছে খেলবারহাড়। পাশা।…
অডিও হিসাবে শুনুন হিংসার উপরে কালো ঘাসনীচে হাড়, মাটি জমা…