রং মশালের বাহ্যিকতা
কৃত্রিমতায় ভরা,
চাকচিক্য তার চোখ ধাঁধানো
অন্তঃসারহীন ঘড়া।
বাহ্যিক আচার ভক্তি ভরা
অন্তরে নেই শ্রদ্ধা,
কুটিলতায় ভরা হৃদয়
স্বার্থান্বেষী বোদ্ধা।
বাবা মা’কে দেয় না খেতে
সে জন সমাজ সেবী,
লোক দেখানো করে পূজা
ধূলা মলিন দেবী।
গৈরিক পরে পরিপাটি
সাধু সেজে থাকে,
মধুর কথায় লোক ঠকিয়ে
ঝুলি ভরে ফাঁকে।
মুখোশধারী আছে অনেক
মন নয় সহজ সাদা।
ভদ্র সাজে বেড়ায় ঘুরে
অন্তর ভরা কাদা।