বৈশাখী ঝড়ে এলোমেলো হলো
এ কবির ভাঙা মন,
জ্যৈষ্ঠের রোদে আম পেকে গেলো
মিঠে হলো ত্রিভুবন।
আষাঢ়ের মেঘ ঘন হয়ে এলো
দিনে রাতে বরিষণ,
শুভ লগনের ঠিকানা এনেছে
স্বপ্নের এ শ্রাবণ।
ভাদ্র মাসেতে ভ্যাপসা গরম
হাঁসফাঁশ করে মন,
আশ্বিনে মেঘ পেঁজা তুলো যেন
শরতের আগমন।
কার্তিক মাসে আকাশ প্রদীপ
অপেক্ষা শুভক্ষণ,
অঘ্রাণে ক্ষেতে সোনার ফসল
মজে মানুষের মন।
পৌষের পিঠে নবান্ন দিনেতে
হাসিখুশী ভরা মন,
মাঘের শীতের পরশে জেগেছে
মানুষের যৌবন।
ফাল্গুনী হাওয়া দোলা দিয়ে যায়
যত প্রেমিকের মন,
চৈত্রের চিতা ভস্ম এনেছে
ভৈরবী আগমন।
বারোটি মাসের বারো আনা সুখ
দিয়েছেন কোন জন,
হে মোর দেবতা তোমাকে প্রণাম
জানায় এ অভাজন।।