মাঘ মাসের শুক্লা পঞ্চমী
জানি সবাই বসন্ত পঞ্চমী।
শ্বেতশুভ্র বসন পরিহিতা
মুখে যে তার অপার স্নিগ্ধতা।
বীণা বন্দনায় রত সবাই
রিয়েলিটি শোতে গান গাই।
বিদ্যালয় তো নাইকো আর
ঘরে ঘরে চলে উপাচার।
পলাশ আর ফোটেনা গাছে
খাগের কলম হারিয়ে গেছে।
কলম দিয়ে কি হবে আর,
শিক্ষার কি আর আছে দরকার?
শিক্ষা আজ অশিক্ষার আড়াল
শিক্ষিতরা তাই পর্দার আবডাল।
বিদ্যালয় বন্ধ যে ভাই
তাইতো বাঙ্গালীর প্রেম দিবস নাই।
বাসন্তী শাড়ি পরিহিতা খুদে নারী
আজ যে শুধুই অনুসন্ধান করি।
ফুল বেলপাতা সবই আছে
বিদ্যাটাই নাই যে কাছে।
বিদ্যা যদি নাইবা থাকে
সঙ্গীত নিয়ে মত্ত সবাই মর্তলোকে।