সুবর্ণরেখায় বুকে সূর্যাস্ত ,সন্ধ্যার গোধূলীতে আকাশ,
নদীর জল টকটকে লাল ,ফাগ ঢেলেছে কেউ যেন।
নদীর চারপাশের গাছপালা সব রক্তিম
লাল পাড় শাড়ি,টকটকে লাল সিঁদুর,আলতা মাখানো পায়ে।
নববধূ সাজে ঘাটে বসেছিলাম
একটু পরে গনগনে চুল্লিতে ঢুকব আমি
যাবার বেলায় গোধূলীতে দেখি সকলের লাল লাল আঁখি
হঠাৎ নদী আলতো করে আলতা পরা পা ভিজিয়ে দেয়।
তারপর চারদিকে ছবির ক্লিক
সবাই বলছে আমি সূর্যাস্তের চেয়ে সুন্দর
আকাশ বলছে বধূ যে শরমে লাল
নদী বলছে এসো প্রিয়ে খেলা করি
গাছপালা বলছে বধূয়া এক প্রস্ফুটিত লাল গোলাপ
ধীরে ধীরে অন্ধকার নামে,
হাতের প্রদীপ জ্বেলে পুরো তমসাকে দেখি
চারদিকে ঘুটঘুটে ভাব,ভয়ে বধূয়া পাংশুটে আঁখি
হায়নার দল করছে দাপাদাপি,রক্তাক্ত লাল শাড়ি পরণে
গনগনে লাল চুল্লি,সমাজকে লাল চক্ষু দেখিয়ে বিদায় জানাচ্ছি।
প্রোডিউসার বললেন দারুণ,আজকের মতো সুটিং শেষ।