বদলে যাচ্ছে ভাষা বিন্যাস;
মনের অন্তঃস্থলে যে কথাগুলি রূপ নিয়েছিল••
কলমের ডগায় আসছে না কিছুতেই!
দুচোখ বুজে বারবার ভাবছি;
আসলে আমি কি বলতে চাই!
অস্পষ্ট ছায়ামূর্তির মতো ঘটনা প্রবাহ
কল্পনার স্রোতে ভেসে যাচ্ছে ক্রমশ;
অশব্দেরা ভয়ঙ্কর হয়ে উঠছে !
রাজপথ শেষ হচ্ছে অন্ধ গলিতে ;
নীতিকথার গল্পমালা মুখ লুকাচ্ছে ভূষণ্ডীরমাঠে !
দহনকালেও স্বার্থপরতার চর্তুমুখী আক্রমণে বিপর্যস্ত:
মানবিক বোধ হৃদয়জ সম্পর্ক আর শোভনতা!
আমার কলম আর সাথ দিচ্ছে না;
কারণ সে এটুকু জেনে গেছে;
তার কথা শোনার মতো এখন আর কেউ নেই।
✧══════════════•❁❀❁•══════════════✧
ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিমপুষ্টিবর্ধনম।
উর্ভারুকবিভ বন্ধনান্মৃত্যৌমুশীয়মামৃতাত।।
✧══════════════•❁❀❁•══════════════✧
এই মহা মন্ত্র জপ করলে মহাদেবের কল্যানে সমস্ত রোগ বা ব্যাধিকেই জয় করা যায়। প্রতিদিন ভোরে ও সন্ধ্যার সময়ে ধ্যান ও যোগব্যায়াম সহকারে এই মন্ত্র ১০৮-বার পাঠ করলে জীবন থেকে অশান্তি-অসুস্থতা দূরে চলে যায়।
✧══•❁❀❁•══✧
-ওঁ নমঃ শিবায়
-জয় শিব শম্ভু