ঘরের দোরে পাড়ার মোড়ে
ফলের সম্ভার নিয়ে,
মুখে হাসি রাশি রাশি
ভালো কথা দিয়ে।
ফলের রাজা আপেল তাজা
ভর্তি আছে ঝুড়ি,
পাকা কলা হলুদ ধলা
হাতে নিয়ে বুড়ি।
বিক্রি করে হাতে ধরে
রোজগারে দিন চলে,
বৃদ্ধ কর্তা হর্তা ধর্তা
বকম বকম বলে।
মোসাম্বি ফল নারকেল জল
স্টকে কিছু আছে,
কিনবে মেশো কিনবে পিসো
অনেক ভেবে পাছে।
টাটকা তাজা ফলের রাজা
গরম কালে খাবে,
দেহের শক্তি মনের ভক্তি
ফিরে তবে পাবে।