“আজি দখিন দুয়ার খোলা
দিব হৃদয়দোলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে।”
লেগেছে দোলা আমার মনে
খেলবো হোলি তোমার সনে।
ওগো প্রিয়া, কোথায় তুমি?
চলে এসো আমার প্রাণে।
তুমি রাধা আমি কৃষ্ণ
খেলবো হোলি হয়ে একাত্ম।
রঙে আবিরে ভরবে যখন
আমাদের হৃদয় আঙিনা তখন।
পলাশ শিমুল ছড়ায় ছিটায়
বসব মোরা পুষ্প শয্যায়।
কুসুম বিছানো পথে মোরা
চলব শুধু দুজন জোড়া।
আবির দিয়ে তোমার মাথে
করবো শুরু হোলি একসাথে।
খেলবো হোলি, রং দেবো তোমায়-
ওগো প্রিয়া, তুলব রাঙিয়ে তোমায়।
কৃষ্ণ রাধা হব মোরা
থাকবো হয়ে দুজন আত্মহারা।।