আয়নায় বদলে যায় প্রেমিক
অভিন্ন।
সময়ের ড্রেস বদলে ঝড় আর
টুকরো হওয়া কাঁচে প্রমিক এলোমেলো।
অন্ধকার নিভিয়ে –
সঞ্চয়িতা বুক বামে রাখতেই
ঝড় পেড়িয়ে ঘড়ির কাঁটা সচল,
এতো প্রেমে ক্ষণ গুলো
জীবন্ত কবিতা হয়ে ওঠে।
চেয়ে নিই অমরতা-পায়ে পায়ে
ছায়াপথের জন্য।
আয়নায় বদলে যায় প্রেমিক
অভিন্ন।
সময়ের ড্রেস বদলে ঝড় আর
টুকরো হওয়া কাঁচে প্রমিক এলোমেলো।
অন্ধকার নিভিয়ে –
সঞ্চয়িতা বুক বামে রাখতেই
ঝড় পেড়িয়ে ঘড়ির কাঁটা সচল,
এতো প্রেমে ক্ষণ গুলো
জীবন্ত কবিতা হয়ে ওঠে।
চেয়ে নিই অমরতা-পায়ে পায়ে
ছায়াপথের জন্য।