প্রস্তুতি
সোমা আর শ্রী দুজন খুবই ভালো বন্ধু। এক পাড়াতেই দুজনের বাড়ি। সেই ক্লাস ওয়ান থেকে একই স্কুলে যে ভর্তি হয়েছিল একেবারে উচ্চ মাধ্যমিকে এসেও স্কুল আলাদা হয় নি। দুজন দুজনের পরিপুরক। দুজনের মনের কথা ওদের বাবা মা না জানলেও ওরা জানে। এতোটাই একে অন্যকে ভরসা করে।
ওদের বন্ধুত্ব নিয়ে কোন প্রশ্ন তোলেনি ওদের বাবা মায়েরাও। একেক ক্লাসে পাশ করতে করতে পরের পর ক্লাসে উঠতে লাগলো। তবে শ্রী যতোটা ভালো পড়াশুনায় ততোটা না হলেও অনেকটাই খারাপ সোমা।
শ্রী প্রতি ক্লাসেই প্রথম দশজনের মধ্যে থাকে কিন্তু সোমা ঐ টেনেটুনে পাশ করে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকেও তাই। শ্রী প্রথম ডিভিশনে পাশ করলেও সোমা কোনরকমে পাশ করেছে। তবে এতে ওদের বন্ধুত্বের মধ্যে কোন ফাটল ধরে নি।
সেদিন স্কুলে যেতে সোমা শ্রীকে বললো শুনেছিস কাল বাবা না আমাকে খুব ঝেড়েছে। বলেছে এই পরীক্ষায় যদি পাশ না করতে পারি তাহলে আমার বিয়ে দিয়ে দেবে।
শুনে শ্রী বললো এ বাবা তাহলে কি হবে? একটু ভালো করে পড়াশুনা কর তাহলেই পাশ করে যাবি। তোর তো সর্বনাশ হয়ে যাবে রে। তোর প্রস্তুতি কেমন রে।
সোমা প্রস্তুতি একদম তুঙ্গে। শুধু আমার এনগেজমেন্ট আর রিসেপশনের ড্রেস কেনাটাই বাকি।
শুনে শ্রী…………….।।