আমি বললাম, ও মেঘ তোমার ঠোঁটের মধ্যে কী ?
মেঘ বললো , তোমার চিঠি বয়ে বেড়াচ্ছি ।
আমি বললাম, নদী তুমি কেন তরঙ্গিত ?
নদী বললো , তোমার স্বভাব ছাড়তে পারিনি তো ।
আমি বললাম, জোসনা তুমি অন্ধকারের ভুল ?
জোসনা বললো, তোমার প্রেমের শিশিরসিক্ত ফুল ।
আমি বললাম, শস্য তোমার সবুজ জামা কার ?
শস্য বললো , একটি মেয়ের প্রিয় অলঙ্কার ।
আমি বললাম , মেয়ে, তোমার ওই চোখে কী আঁকা ?
বললো মেয়ে , তাও বোঝনি তোমার ওড়ার পাখা ।