জীবনের গভীরে ঢুকে
গালে হাত দিয়ে বসি
বৃষ্টি-চা এ চুমুক দিই
একেক করে ভাঙতে থাকি
নুন
চিনি
ফুল ফুটে ঝরে যায়
গল্পের জন্ম মৃত্যু হয়
অসুখ বাড়ে কমে
এসবের মধ্যেও
ঘড়ির চোখ বন্ধই থাকে
শুধু পা এর ছুটি হয় না
এখন গাল থেকে হাত সরিয়ে নিয়ে
বাস্তবের দরজা দিয়ে প্রবেশে করি
ঝুম রোদে
আমার দুই পুতুল জুড়ে
হাজারো প্রশ্নের চিহ্ন