রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যু,
চলে গেলেন স্ট্যান স্বামী,
চলে যেতে হল তাঁকে,
দলিত ও দরিদ্রের ত্রাতা,
এটাই তাঁর মহা অপরাধ!!
এক বৃদ্ধ অথচ প্রতিবাদী,
অশক্ত, নিরস্ত্র, জরাক্রান্ত,
দুর্বল শাসকের তাকেও ভয়!
কলুষিত আইন ও গণতন্ত্র,
মৃত্যুর আড়াই সপ্তাহ পর,
জামিনের আবেদনের শুনানি,
গণতন্ত্রের কি অপার মহিমা!
আজও বিচার নিভৃতে কাঁদে!
বিচারকদের দায় থাকে না!
যাদের জন্য তাঁর লড়াই,
তারা কতোটা সোচ্চার প্রতিবাদে!
অন্যরাই বা কতটুকু সোচ্চার?
নেট বিপ্লব অবশ্য চলছে,
কিছুদিনেই তা মিলিয়ে যাবে,
মোমবাতি মিছিলের মতো,
আসবে নতুন এক ঘটনা।
আবার চলবে নেট বিপ্লব!
অনেক স্ট্যান স্বামী চলে গেছে,
আরও স্ট্যান স্বামী যাবে,
বিরতি ঘটবে কি আদৌ!
কবে…..
কার হাত ধরে…..
প্রশ্ন থেকেই যায়।