আর কটা দিন মাত্র বাকি
আসবে দু’হাজার চব্বিশ সাল,
ভুলগুলো সব শুধরে নিয়ে
গড়বে সমাজ নতুন কাল।
নতুন প্রভাত নতুন বছর
উঠবে উজল রাঙা রবি,
সমাজ জীবন নব প্রত্যাশায়
আঁকছে স্বপ্ন আশার ছবি।
বিভেদ বিদ্বেষ রইবে না আর
থাকবে সুখে জাতি সবে,
বেকারত্ব ঘুচে গিয়ে
সবার কর্মসংস্থান হবে।
দুর্নীতিরাজ যাবে চলে
সভ্য সমাজ আসবে ফিরে,
শিক্ষা স্বাস্থ্যের হবে উন্নতি
খুশি আবহ থাকবে ঘিরে।