রাস্তার ধারে অসংখ্য মানুষ
ভিড়ে ঠেসাঠেসি
রাত্রি দ্বিপ্রহর,
প্রতীক্ষায় উত্তরের স্পেশাল ট্রেনটির
যা জীবন চত্ত্বর ছুঁয়ে চলে যাবে বহুদূর
রঙিন স্বপ্নের মায়াজাল চূর্ণ করে
রাত্রির কালো ধোঁয়াকে পেছনে ফেলে
যাবে ভোরের সন্ধানে।
অসংখ্য যাত্রীর ভিড়ে আমিও মিশে যাব..
জীবনের স্পেশাল ট্রেনটিতে চড়ে চলে
যাব….. নতুন ভোরের সন্ধানে,
আলোর আশায়-
স্পেশাল ট্রেনটি রাত্রির অন্ধকারে
বোঁ বোঁ শব্দে ছুটে চলবে এক স্টেশন থেকে
আরেক স্টেশনে-
কিছু লোক অন্ধকারেই নেমে যাবে…
কিন্তু আমি দুস্তর মাঠ পেরিয়ে,
আকাশের বুক চিড়ে চলব
স্পেশাল ট্রেনটিতে।
এখন এই স্টেশনে বসে আছি অন্ধকারে
ট্রেন লেট….
তাই আমি আছি শুধু প্রতীক্ষায়।