সকাল সন্ধ্যা হাতছানি দেয়
আকাশ আমায় শুধু,
বলে মনটা উদার করো
হও অকৃপণ ধুধু।
বাতাস আবার শেখায় আমায়
থেমোনা মাঝ পথে,
বিঘ্ন বাঁধা তুচ্ছ করে
চলবে মনের রথে।
পাহাড় শেখায় নীরবতা
ধৈর্য্য ধরে থাকা,
প্রেমের সাথে সন্ধি করে
মনকে ভালো রাখা।
ফুল চিরদিন পরের তরে
সুবাস সুধা দানে,
নদীর ধারা অবাধ বয়ে
মিটায় তৃষ্ণা প্রাণে।
প্রকৃতি মাঝ শিক্ষনীয়
কত কিছুই আছে,
সহিষ্ণুতা শিখি রোজই
জন্মভূমি কাছে।