এই পৃথিবী এক আজব চিড়িয়াখানা
অনোক প্রাণীর বাস এটা সবার জানা
কে আপন কে পর যায় না জানা
যে যতই হোক না আপনজনা
নিজের স্বার্থ ফুরালে সব অচেনা।।
নেতা মন্ত্রী ছোটে গদির লোভে
ধনী ছোটে আরো ধনের লোভে
গরীব বেড়াই দুমুঠো ভাতের আশে।।
চোরাশি লক্ষ্য যোনির বাস এই পৃথিবীতে
কিন্তু কেবল মানুষই টাকা ইনকাম করে
আর খুব খুব দুঃখের বিষয় এটা
পৃথিবীর সব জীবের খাবার জোটে
কেবল মানুষই অনাহারে মরে।।
ঈশ্বরের এই সৃষ্টি ই সর্বদা ভাবাই মোরে।।
কুমোররা মাটির পুতুল করে বিক্রি করে
ঈশ্বরও জীবন্ত পুতুল পাঠিয়েছে সৃষ্টি করে
তবে দুই পুতুলের মধ্যে দেখো পার্থক্য আছে
ঈশ্বরের সৃষ্টি পুতুল পরস্পরে হিংসা বিবাদ করে
আর মাটির পুতুলর সামনে সবাই মাথা নতো করে।
হা ঈশ্বর তোমার কি লীলা বুঝিতে নারি মোরে।।
মাতৃগর্ভে শিশুর লাথি মায়ের হাসি ফোটে
আবার বড়ো হলে ওই লাথিতে মায়ের অশ্রু ঝড়ে
হা ঈশ্বর তোমার কি লীলা বুঝিতে নারি মোরে।।