পুরনো সেই দিনের কথা ক’জন রাখে মনে
যখন ছিল ভালবাসা গোপনে নির্জনে,
ছুটতো তখন ফাগুন হাওয়া রিক্ত বনে বনে
পুরনো সেই দিনের কথা ক’জন রাখে মনে?
পুরনো সেই দিনের কথা ভুলতে পারা যায়?
মনের মধ্যে স্বপ্ন সে সব এখনও গান গায়,
হয় তো তা আর কোনকালেই হবে না পুরণ হায়
তবুও তার আবেগ যেন , দুকূল ছাপিয়ে যায়।
পুরনো সব দিনের কথা ভুলতে যারা চায়
তা’রা না হয় ভুলেই থাকুক, আমার কিবা দায়?
সে সব দিন মণিকোঠায় স্মৃতি হয়ে আছে
পুরনো সেই দিনের আবেশ মনের মধ্যে নাচে।
সে সব নিয়ে নাড়াচাড়ায় আজকাল যে কাটে
হয় তো হৃদয় স্মৃতি মেদুর আপনা থেকে ফাটে,
আনন্দে এই জীবনটাকে কাটাতে যদি চাও
ভালবাসার কাঁটার মুকুট মাথায় পরে নাও।