মৃত্যুর কারণ জন্ম, পাপবোধ কাজ করে জন্মের পর থেকেই
দিনদিন শক্ত হয়ে উঠি সকলে, কিছুটা পাপবোধে কিছুটা ঘরে বাইরের আঘাতে
আধুনিক মানুষ পাথরের মতোই।
রূপ পরিবর্তন করছি, কঠিন হয়ে আসছি, তবু আধুনিক হতে পারছি না
এমনটা হবার কথা নয়।
মাথা নিচু করে দেখি, আমাদের হৃদয় কোমল। ভালোবাসলে কঠিন হয়ে আসে,
ভালোবাসা চিরস্থায়ী নয়।
হৃদয়ের কঠিন হয়ে ওঠা হয়না। ওদিকে প্রতিটা পাথর নিজের লোক কিংবা নারায়ণ শিলা হয়ে ওঠে-
মাথা নিচু করে বসে থাকি। প্রতিটা ভালোবাসার শেষে বুঝি
পাথরে পাথর ঠুকলে আগুন নয়, যন্ত্রণা জ্বলে উঠতো এতদিন।