কুয়াশাচ্ছন্ন পাকদন্ডী পথে চলছি যে একাকী ভোরে
পথের মাঝে দেখি তুষারমৌলির সুউচ্চ শিখর রাজে,
রডোডেনড্রন বৃক্ষের বাহারি সর্পিল শীর্ণ পথে
উচ্ছল বইছে খরস্রোতা নদী দুর্গম পাহাড় মাঝে।
পাহাড়ের গা বেয়ে জলপ্রপাতের ঝরে পড়া ঝরনা ধারা
অবেলার খেয়ালি আলো বিচ্ছুরিত ঝিকিমিকি প্রভাস মেলা,
চিত্ত আমোদিত সে আলোক প্রভায় ঝলকিছে স্বর্ণ শোভা
তারই মাঝে মাঝে অপরূপ নীলাভ রঙের বিচিত্র খেলা।
অম্বরে বিমল পেঁজা তুলোর মেঘ ভেসে যায় শিখর মাথে
পুলকিত হৃদয় প্রকৃতির এরূপ মনোহর দৃশ্য দেখে ,
গুল্মলতা মাঝে সুমধুর পুষ্প সুসৌরভে ভরা রাজে
ভিনদেশী পাখির কূজন নানাবিধ ভেসে আসে কী সুধা মেখে।
সবিতার মৃদুল শিখার লুকোচুরি পরন্ত বিকেল বেলা
পর্বত গাত্রে বরফ আয়নায় অলীক রংছবি আঁকে,
মায়াবী অমলিন পাহাড়ি অঞ্চল মদালসা আবেশে ভরা
যেন স্বর্গপুরী রাজ্য সীমানায় অপরূপের কোনো বাঁকে।