পরিবার মানে একসাথে থাকা
আত্মজ আত্মজা পতি-পত্নী বাবা মা নিয়ে,
পরিবার মানে শান্তিতে বাস করা
সকলে মিলেমিশে মানিয়ে।
পরিবার মানে প্রীতি ভালোবাসা
বিশ্বাস আশা সুখ,
পরিবার মানে স্বপ্ন নিয়ে বাঁচা
থাকতে হাসি মুখ।
পরিবার মানে স্বাধীনতা,শালীনতা
মান্যতা বয়োঃজেষ্ঠোকে
পরিবার মানে আলিঙ্গনে বাঁধা
সুখে দুখে পরস্পরকে।
পরিবার মানে প্রিয়জন সবে
পাশে থাকবার শপথ,
পরিবার মানে স্নেহ-মায়া সাথে
ঐক্যবদ্ধ চলার পথ।