কষ্ট পেলে বলোতো শিশু
জানায় প্রথম কাকে ?
আর কেউ না দৌড়ে এসে
বলে সে যে মা’কে।
মা হয় শিশুর মাথার ছাতা
পরম আশ্রয় স্থল,
ঝঞ্ঝা বিপদ থেকে বাঁচায়
মায়ের স্নেহ আঁচল।
মায়ের কোলে থাকে নিরাপদ
ঘুমায় নিশ্চিন্ত মনে,
বায়না আবদার শিশুর কেবল
চলে মায়ের সনে।
মা ও শিশুর সম্পর্ক যে
নাড়ির সূত্রে বাঁধা,
মায়ের আশিস শিশুর জীবনে
কল্যাণ তরে সাধা।