আমাকে কি দেখেছ ? আমার শরীর জুড়ে
কেমন সোনালী আভা, বুকের পাশে
পশমের মত অনাবৃত সবুজ
যেন জড়িয়ে নরম ঘাসের পরশ ;
তোমরা ত ভুলেই গিয়েছিলে , সেই ছোটবেলায়
ছড়ায় পড়েছিলে আমায়,
আমার নাম ধরে শিশুদের ত কম গালাগাল দাওনি
তারপর আমরা অস্তিত্ববিহীন, অবলুপ্তির পথে,
তবে আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে
অনাহারী শরীর নিয়ে আমাদের চলতে হয়
দূর থেকে দূরে,আমরাও ত পরিযায়ী
মরুপ্রান্তর থেকে ঝাঁক ঝাঁক
আমরা বেরিয়ে পড়ি খাদ্যের অন্বেষণে ;
বিশ্বাস করো , শুধু জীবনের বাঁচার তাড়নাতেই
আমাদের এই পথ চলা, প্রকৃতির নিয়মেই
আমরা পথ চলি ,আমরা যখন চলি
তখন আকাশ ছেয়ে যায় কালো মেঘে
আমরা বুভুক্ষু হই প্রকৃতির নিয়মেই
আর ঝাঁপিয়ে পড়ি শস্য শ্যামলা ধরিত্রীর বুকে
আমাদের পথ চলা শেষ হলে
পাখা মেলি অন্তহীন আকাশে
তারপর ঝাঁপ দেই ভস্মের অনলে ,
আদিগন্ত নক্ষত্রেরা যেখনে জেগে থাকে
আর জেগে থাকে প্রকৃতির অমোঘ নিয়ম।