আঙুল তুলে কথা বলতে
শিখিয়েছিল তুমি,
তুমিই বলেছিলে স্বাধীনতা ভিক্ষা নয়
অর্জন করতে হয় ,
তুমিই বলেছ “দিল্লী চলো “
নেতা তো তুমি একাই,
বাকি সবাই অভিনেতা!!
প্রথম স্বাধীন ভারতের পতাকা
তুমিই উড়িয়েছিলে,
আকাশে বাতাসে তোমারই জয়গান –
সহ্য হলো না স্বার্থান্বেষী রাজনীতিবিদদের,
সরিয়ে দেওয়া হলো তোমাকে –
শারীরিক ভাবে না থেকেও,
ভারতের স্বাধীনতা সংগ্রামের
অবিসংবাদিত নেতা,
ফিরে এসো আরও একবার।
এই দেশীয় পরাধীনতার থেকে মুক্তি দিতে –
সবাই সবার আখের গুছাতে ব্যস্ত,
তোমার যে খুব দরকার।
কটকের ঐ ঘর থেকে ভারতবর্ষ চিনেছে তোমাকে
তোমার আগুন ছড়িয়ে দাও –
এই মূক বধির ভারতবাসীর মনে ;
শৃঙ্খল করো মোচন হে নেতাজী,
তোমার আজ বড়োই দরকার।
পুকুরচুরি করেও সবাই পেয়ে যাচ্ছে পার,
সাধারনের টাকায় চলে মোচ্ছব দেদার।
সত্যভাষন নেই গো আজি
মিথ্যারই জয়জয়কার।
আজকের এই ভারতবর্ষে, তোমাকেই দরকার;
হে নেতাজী, তোমাকেই দরকার।