অনেকেই বলে প্রেম নাকি নীল বিষ!!
আকাশে বাতাসে ভেসে ফেরে শেষে জ্বালায় অহর্নিশ।
বেসেছো কি ভালো তাকে,
যাকে না দেখলে প্রভাত সন্ধ্যা অতি বিষময় লাগে।
প্রেয়সী দেখতে কেমন,
প্রেমিকের চোখে বিশ্ব রূপসী, প্রথম ভালোবাসা তেমন।
দরদী প্রেয়সী কাছে আসবে কি বলো,
নীল বিষ নয় শুধু একবার সত্যিই ভালোবাসো।
রূপসী প্রেয়সী দাম্ভিক নাকি তুমি,
কতো কাল আগে দেখেছি তোমাকে কতোটুকু বলো চিনি।
ডাকছি তোমাকে একবার কাছে এসো,
হৃদয় দুয়ার খুলেছি আবার একবার পাশে বসো।
ঊর্ণনাভের প্রেম কি দেখেছ তুমি,
প্রেমিকের সাথে মহামিলনেই প্রেমিককে খায় জানি।
নীল কন্ঠের কন্ঠে যে বিষ থাকে,
সেই নীল বিষে নীল হলে শেষে স্তন পান করে বাঁচে।
অমৃতের ভাগ যারা সব পেয়েছিলো,
কতো ভালোবেসে কালকূট বিষ তারাই তো দিয়েছিলো।
বিম্বিসার ও আম্রপালির প্রেম
মিলিত না হয়ে গভীর সে প্রেম, ভালোবাসা ছিলো হেম।
স্বর্গীয় প্রেম ভালোবাসা কোথা গেলো,
ভালোবাসা আজ কলঙ্কময় কালে কালে বিষ হলো।
প্রেমিক প্রেমিকা ভালোবেসে বিয়ে করে, কিছুদিন পরে গলা কেটে খুন করে।
কেউবা দেহকে টুকরো টুকরো করে,
ভালোবাসা আজ উন্মাদ নীল বিষ প্রেম নয় শুধু সম্ভোগ আর ধর্ষণ অহর্নিশ।
নব দম্পতি সুখী হবে কি না বলো,
বিচ্ছেদ ভোলো শিশু কোলে তোলো মঙ্গল দীপ জ্বালো।।