একদিন,প্রতিদিন ক্রমান্বয়ে রক্তপাত চলছে
দেহ ভরে পচা, গলা ঘা – সুপারি গুনছে।
যন্ত্রনা থেকে যন্ত্রনাময় মৃত্যুই ডাকছে
সমুদ্রের লোনা জল অশান্ত,পালহীন ফুটো তরী –
কুল খুঁজে হাহাকার , মৃত্যুর বৃত্ত ঘরময় ঘুরছে
একদিন, প্রতিদিন কত ঘর ভাঙছে
মুখোশের অন্তরালে সুখগুলো লুটছে।
এয়োতির সিঁদুর নিয়ে অন্ধকার খেলছে
শাখা ভেঙে বিজ্ঞাপন – আঁখি জলে ভাসছে
উলঙ্গ ,বিবস্ত্র আধুনিক পশ্চিমি শিখছে ।
সংসার সংহারে সুখখোঁজে পার্টিশন
গর্ভধারী অসহায় প্রসব ব্যথা খুঁজছে
হাতগুলো ভেঙে দিয়ে তাও চাও আশীর্বাদ?
সময় ভুলে গেছে স্মৃতি, মায়া,কোলভরা শৈশব
কাল ছিল আজ নেই মুছে দিলো নাড়ির টান?