নতুন বছর নতুন উষা
নতুন আলোর সূর্য,
নতুন আশা সুখ আনন্দে
বাজাও খুশির তূর্য।
বিবাদ ভুলে একসাথে সব
বর্ষবরণ করো,
প্রেম প্রীতি আর ভালোবাসায়
সমাজ জীবন গড়ো।
কাল প্রবাহে যায় যে বছর
রেখে কত স্মৃতি,
সে সব বিষয় পিছে ফেলে
জাগাও মনে প্রীতি।
গত সনের ভুলগুলো সব
শুধরে নিয়ে তবে,
ন্যায়ের পথে চললে পরে
সফল পাবে সবে।
মিলেমিশে থাকো যদি
সবাই সবার সনে,
বিভেদ ভুলে সমাজ যাপন
আনবে শান্তি মনে।