চোখের পরে চোখ রাখলে
ঠোঁটের ওপর ঠোঁট এ
এমন কথা পড়লে মনে
কষ্ট জেগে ওঠে!
দিনের পরে দিন গেলো হায়
রাতের পরে রাত
ঘুম কেড়েছো আমার চোখে
নিশি কী প্রভাত!
তোমার লাগি দিন গুনছি
শয্যা দিয়ে পেতে
আসবে, আছি অপেক্ষাতে
ধূসর বিকেলেতে!
চোখের পরে চোখ রাখলে
ঠোঁটের ওপর ঠোঁট এ
এমন কথা পড়লে মনে
কষ্ট জেগে ওঠে!
দিনের পরে দিন গেলো হায়
রাতের পরে রাত
ঘুম কেড়েছো আমার চোখে
নিশি কী প্রভাত!
তোমার লাগি দিন গুনছি
শয্যা দিয়ে পেতে
আসবে, আছি অপেক্ষাতে
ধূসর বিকেলেতে!