ভালোবাসি শব্দটা বড়ই অদ্ভুত!
আমি তোমাকে ভালোবেসেছি অথচ জোড় দিয়ে কখনো বলতে পারি নি।
তুমি অভিমান করেছো, দূরে চলে গিয়েছো,
তোমাকে আটকাতে পারিনি,
জোর দিয়ে বলতে পারি নি ” ফিরে এসো “।
কোন্ মুখে বলি, আমি যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারি নি!
আমার ভালোবাসার ধরণ একটু অন্য, সেটা তোমার পছন্দ নয়।
তবু তোমাকেই ভালোবেসেছি,
তোমার ওই একটু কথা আর ওই হাসি মুখ দেখার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি।
আরো বহুকাল অপেক্ষায় থাকবো।
হয়তো আর কোনোদিন ফিরে আসবে না,
তবু আমার অপেক্ষার রাত কখনো শেষ হবে না।
তোমাকে হারানোর ভয় ছিল অনেক
তবু তোমার অভিমান ভাঙিয়ে কাছে ডাকতে পারিনি।
হয়তো তোমার বুকের মাটিতে বন্যা হয়েছে অনেক,
ভিজেছো তুমি বৃষ্টিতে বারবার
আর আমি সব বুঝেও ছায়া দিতে পারিনি।
পারিনি,তোমাকে তোমার মতো করে ভালোবাসতে।