তোমার মন্তব্যে ঝড় ওঠে আমার
হৃদয়ের গভীর অলিন্দে!
তোমার শব্দ-মালা, কথামালা হয়ে
জমা হয় হৃদয়ের কোণে!
যাকে কখনো চাক্ষুষ দেখিনি,
যার কথা কখনো শুনিনি,
তার অভিমতের এক একটি
শব্দকোষ, অন্তর ছুঁয়ে যায়!
মনে হয়, কত যুগ চেনা,
কত জানাশোনা,
কত না আপনার জন!
তোমার মন্তব্য শুধু মন্তব্য নয়,
এক একটি হীরকোদ্যুতি সম
উজ্জ্বল নক্ষত্র, আমাকে
পৌঁছে দেয় শব্দ-যাত্রার
অলৌকিক জগতে!