এ তমসে খুঁজছো কোথায় হারানো সুর,ছন্দ-
অবহেলায় ফেলে এসেছি সাদা পাতায় পদ্য ?
বেলাশেষের অবসরে জীবন যেন এক গদ্য।
ঝলসানো সময়ের ঝলসানো পোড়া দেহ,
পথে পাশেই পড়ে রয় অনাবশ্যক,অপাঙতেও,
দিনান্তে আপন ভেবে ডাকলো না কেহ।
তোমার ঘরে বাজে বাঁশি,কাটাও সুখে দিন,
ঘুরছে ঘড়ি বিবাগী আমি অস্তিত্বহীন,
তোমার সকল খেলায় আমিই রব অন্তহীন।
মনের মাঝেই খেলা করি বাহিরে তুমি খোঁজ,
আমার সকল দিনের আলো তুমি সেকি বোঝ?
তুমি গহন অন্ধকারে বিফল আমায় খোঁজ ?
নীল আকাশে যাই উড়ে যাই যেন নীড়হারা পাখি,
তুমি জানো নাতো কত আপন তোমার দুটি আঁখি।
দারখোল হাতের ফুল দেওয়া এখনো বাকি।