এই পৃথিবীতে বল কে কার!
জীবনে একজন তুমি থাক,
যে হবে একান্তই শুধু আমার
আমার একটা বিশুদ্ধ তুমি চাই।
যাকে সবকিছু বলি অনায়াসে
হাসি কান্না জীবন যাপনে।
সব সম্ভব হয়, তুমি পাশে থাকলে
সবকিছু নতুন লাগে তাই।
আনমনে হাসি কাঁদি,
আকাশ পথে চোখ মেলি
গভীর সমুদ্রের মতো,
স্বপ্ন ভরা দুচোখ দেখি।
তুমি কি আমার স্বপ্ন হবে তাই?
তুমি এলে জোছনা মাখা রাতের আকাশের চাঁদের মতো,
আমার অঙ্গে রুপালি আলোর বন্যা বয়ে যায়!
রূপকথার সেই রাজা রানীর দেশে,
পক্ষীরাজের পিঠে চড়ে রাজকুমারের
জিয়নকাঠির ছোঁয়ায় রাজকুমারীর ঘুম ভেঙে যায়।
নতুন সুর্যের নরম আলো ছুঁয়ে যায়।
আমার একটা তুমি চাই।
যে রোজ রাতে আমার দুনয়নে স্বপ্ন এঁকে যায়।