অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে
ভিজেছে গোলাপ-রঙ্গন
নয়নতারারা নুইয়ে পড়েছে
ভেসেছে গৃহের অঙ্গন
ধরার বুকেতে আঁধার এঁকেছে
তমসার কালবেলা
নদীস্রোতে দূর হতে দূরে
ভেসে যায় কার ভেলা!
আবছা হয়েছে কদম-কেতকী
ঢেকে গেছে মধু চাঁদ
বিষবৃষ্টির সুনীল জলে
সিক্ত মরণফাঁদ!
জলসাঘরের বাতায়ন পিছে
অশনির হাতছানি!
রূদ্ধশ্বাসী বিষবাতাসে
ভাসে অমৃতবাণী!