তোমাকে ভুলতে চাওয়ার দুঃসাহসিক জেদ চেপেছে আমার!
তোমার অবস্থান বা উপস্থিতি ঠিক কোথায় কোথায় তা-ই খুঁজে চলেছি!
প্রতিটি ইন্দ্রিয় যেখানে তোমার অবাধ আনাগোনা!
সেই পথে কংক্রিটের প্রাচীর গড়ার পরিকল্পনা করেছি।
কাঁটা তারের বেড়ার প্রাচীরে রক্তাক্ত হয়েছি বারবার!
খুঁজে চলেছি সেই একটা সকাল, একটা সন্ধে যখন তুমি আসোনি স্মৃতির চিলেকোঠায়।
তুমি নামক এক রূপকথার সৃষ্টি যেখানে!
সেখানে বাজুক বিদায়ের সুর।
হয়তো থাকতে পারে কিছু অবাধ্য অশ্রুকণা বা কিছু বিষন্নতার ঘন কালো মেঘ।
তবু ভুলতে চাই তোমাকে,
মেঘের অন্তরালে আলোর উন্মেষ ঘটাতে ভুলতে চাই তোমাকে!
তুমি নামক এক আস্ত রূপকথার অবসান হোক স্মৃতির সরণী থেকে…