ঝর্ণার মতো একা একা জ্যোৎস্নায়
সাঁতার কেটেছো লবটুলিয়ার জলে !
সরস্বতীর কুন্ডীর সাদা পরী
নেমেছে রাতের পালকে ওড়াবে বলে !
জীবন পারদে জানজটে জ্বর হ’লে
গিয়েছো মালিনী হরিণীর ছায়া মূলে !
বিশ্বাসী স্বাদে নিঃশ্বাস নিভে এলে
হেরিটেজ হিমে ব্রহ্মকমল ফুলে !
কোলাহল হূলে শান্তি সলতে নিভু
নাগরিক নাভি শ্মশানের সৈকতে ,
কালকে না হোক তরশু ফিরতে হবে
আজ থাক চাঁদ ইচ্ছের ধৈবতে ।
ঝিম ঝিম চোখে মাখো চিনারের আলো
জাফরান জিনে শিশিরের রোদ পেতে ,
সংসারী খুঁট উড়ে উড়ে হোক পাখি
ঢেউ ঢেউ পাতা নদী হয় যেতে যেতে ।