হয়তো একটু হলেও কোথাও ভুল ছিল
তাই শিকড়ের টান ক্রমেই শিথিল হচ্ছে,
ছিঁড়ছে একটু করে করে বন্ধন ।
ঈশ্বর সাধনায় নতুন মোড়কে ভক্তিহীনতার স্বাতন্ত্র ।
স্মৃতিরা মাঝে মাঝে কাছে এসেও –
ফিরে যায় আধুনিক অবজ্যের কটুগন্ধে।
পরিযায়ী পাখির ডানায় ভেসে আসে –
সপ্ত নদী পাড়াবারের ছন্দ ।
ফসিল সম অতীত খোঁজে একটু আনন্দ।
নতুন ধূপে বাসনা মৌতাতের সৌরভ ,
পন্যায়িত দেহ সৌষ্ঠব শোকেসে আলোড়ন তোলে।
বিজ্ঞাপনে সুদৃশ্য ঠগবাজ লাভের কড়ি-
গুনতে,গুনতে মাতাল , সময়ের নিস্প্রিয় বিবর্তনে।
এপার- ওপারে সংক্রমিত নষ্ট দুপুর,
সিঁদুর প্রলেপ দেয় ব্যভিচারে ফাটা কপালে।
ধর্মহীন নানাজাতের বিহঙ্গ এখনও সফরে একসাথে
গোধূলির প্রেম মেখে ,মেখে চিরন্তন –
ডানা ছোঁয়া উষ্ণতায় অমৃত প্রেম সন্ধানে।