যতটা পথ এগিয়ে এসেছি
এতটা এগোনো ঠিক হয়নি;
যতটা কথা বলে ফেলেছি
এতটা বলা ঠিক হয়নি,
বিশ্বাসের সাগরে ভাসতে ভাসতে আজ নিঃস্ব হয়েছি
এতটা বিশ্বাস করা ঠিক হয়নি;
অমনোযোগী হতে হতে ……
কখন মনোযোগী হয়ে পড়লাম জানতে পারিনি;
একতরফা মনোযোগ আমাকে,আমার জীবনকে, গ্রাস করে ফেলেছে
কোনটা মনোযোগ আর কোনটা অমনোযোগ–
তা ঠিকভাবে নির্ণয় হয়নি;
জং ধরা পথের পাশে
কোন মসৃণ দেবতাকে রাখা ঠিক হয়নি,
নিরুদ্দেশ ক্ষমতার কাছে
মায়া-মমতার কথা বলা ঠিক হয়নি;
থেমে যাওয়া লেখকের
কলমকে ভেঙে ফেলা ঠিক হয়নি।