আমার কোথাও যাবার জায়গা নেই, অথবা জানিনা
কোথায় যেতে চাই আমি, কোথায় আমার ঠিকানা !
সেই কবে পদ্মাপারে হেঁটেছিলাম তোমার হাতধরে !
সে সব তো ভুলে গেছি ! কি লাভ সে কথা মনে করে ?
সবাই ভাবে আমি খুব সুখি, সত্যিই আমি কি সুখি ?
দুঃখও তো বুঝি না ! সুখ-দুঃখ খুবই আপেক্ষিক কি ?
সংসারে সবাই ছোটে সুখের সন্ধানে, তৃপ্ত হয়েছে কেউ ?
বলে না কখনও, কারণ সুখ-দুঃখের নিজস্ব কোনও নেই
ঠিকানা। তুমি সুখি ? তাহলে কেন তবে সুখ খুঁজে ফেরো ?
আসলে এই পৃথিবীতে শুধুই অভাব, সুখ নেই কারও।
তোমার অভাব, টাকার অভাব, সম্মানের অভাব, স্বাস্থ্যের
সাথে অদৃশ্য খাঁচায় বন্দী পাখির মতো আরও কোটি অভাবের
ফাঁদে ঝটপটিয়ে মরা শুধু, তৃষ্ণায় অধীর মানুষ তবু খুঁজে ফেরে
সুখ ! খুঁজতে থাকে নিশ্চিত আশ্রয়ের ঠিকানা। পায় না ! তারপরে
হতাশার দুঃখ বুকে চেপে, আবারও স্বপ্ন দেখে কল্পনার রথে
বসে বিরামহীন সুখ খোঁজে নিষ্ঠুর পৃথিবীর অকরুণ বন্ধুর পথে !